27.9 C
Chittagong
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
প্রচ্ছদখেলাধুলাজহুর আহমেদে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে

জহুর আহমেদে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে

  নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ম্যাচ খেলতে সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় পায় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে দেখা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে।

যদিও বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে উইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০ দলের বিশ্বকাপে অংশ নিতে পারছে না জিম্বাবুয়ে। এই দলের বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশ খুঁজছে তাদের সেরা কম্বিনেশন। বিশেষ করে ১৮ মাস পর জাতীয় দলে ফেরা সাইফউদ্দিনকে পাখির চোখে পরখ করা হচ্ছে।

প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। পরের ম্যাচে তিনি কেমন করেন সেটাও দেখবে টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সর্বশেষ