27.9 C
Chittagong
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
প্রচ্ছদরাজনীতিসস্ত্রীক উমরাহ পালন করলেন মির্জা ফখরুল

সস্ত্রীক উমরাহ পালন করলেন মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

সস্ত্রীক পবিত্র উমরাহ পালন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ মে) এশার নামাজের পরে সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি ওমরাহ পালন করেন বলে জানিয়েছেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘মহাসচিব স্যার শনিবার এশার নামাজের পর উমরাহ পালন করেন। উমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা হারাম শরীফে উনারা নামাজ আদায় করেছেন।’

তিনি বলেন, ‘এখন (রোববার) উনারা মক্কায় আছেন। উনারা মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন, আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন। এরপর আগামীকাল (সোমবার) মক্কা থেকে জেদ্দা যাবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি মহাসচিব।’

শনিবার মাগরিবের নামাজের পরে বিএনপি মহাসচিব স্বস্ত্রীক মদিনা থেকে মক্কায় পৌঁছেন।

সর্বশেষ