30.2 C
Chittagong
বুধবার, ১ মে ২০২৪
প্রচ্ছদলিডইতিহাস গড়া উপহার পেয়ে খুশি প্রধানমন্ত্রী, হাত বাড়িয়ে গ্রহণ করলেন কলাবতী

ইতিহাস গড়া উপহার পেয়ে খুশি প্রধানমন্ত্রী, হাত বাড়িয়ে গ্রহণ করলেন কলাবতী

  নিজস্ব প্রতিবেদক

পাহাড়ের মানুষে পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলাগাছের তন্তু দিয়ে দেশে তৈরি প্রথম ‘কলাবতী’ শাড়ি উপহার দিয়েছেন বান্দরবান জেলার প্রথম নারী জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি। সৃজনশীল এই উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকের কাছ থেকে হাত বাড়িয়ে হাসি মুখে গ্রহণ করলেন সেই উপহার।

১৭ জুলাই, সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত তিনটি শাড়ি ও দুটি জুয়েলারি বক্স এসময় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এছাড়াও পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে প্রদান করেন।

উল্লেখ্য, শাড়িটি উৎপাদনে কারিগরি সহায়তা করেছেন মৌলভীবাজারের রাধাবতী দেবী। যিনি বান্দরবানে এসে ১৫ দিনের পরিশ্রমের শাড়িটি বুনে দিয়েছেন। কলাগাছ ও বুনন শিল্পী রাধাবতী দেবীর নাম অনুসারে শাড়িটির নামকরণ করা হয়েছে ‘কলাবতী শাড়ি’।

এসইউ/ জাউসা

সর্বশেষ