33.6 C
Chittagong
বুধবার, ১ মে ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসাজেকে পুলিশের ঘর পেলেন ৫৯ বছরের শুত্রু মোহন চাকমা

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ঘর পেলেন যারা

সাজেকে পুলিশের ঘর পেলেন ৫৯ বছরের শুত্রু মোহন চাকমা

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘর উপহার পেয়েছেন সাজেক থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের ৩৬নং সাজেক ইউপিস্থ মাচালং শান্তি পাড়ার বাসিন্দা শুত্রু মোহন চাকমা (৫৯)। তিনি মৃত নোয়া রাম চাকমার ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম।  তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে অসহায়-গরীব মানুষের মধ্যে উপহার হিসেবে এই ঘর প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, তিন মেয়ে দুই ছেলেকে নিয়ে ভাঙ্গা ঘরে অনেক কষ্টে জীবযাপন করতেন শুক্র মোহন চাকমা। মাননীয় প্রদানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ।

অসহায় শুক্র স্বপ্নের ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জানিয়েছেন মোহন চাকমা। যোগ করেন মাহমুদা বেগম।

তিনি  আরও বলেন, রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ঘর পাওয়া ১২ অসহায় পরিবারের মধ্যে এই পরিবার একটি।

সর্বশেষ