
খাগড়াছড়িতে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
২০ নভেম্বর, সোমবার খাগড়াছড়ি শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে কাঠ ব্যবসায়ি মোঃ শফিকুল ইসলাম রাসেল’কে অপহরণে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এ পিসিএনপি খাগড়াছড়ি জেলা সদস্য সচিব মাসুম রানা সভাপতিত্ব করেন।
পিসিএনপি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো আবদুল মজিদ, পিসিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো নজরুল ইসলাম মাসুদ, পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি মো শাহাদাৎ হোসেন কায়েশ, পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ সহ সন্তান হারা পিতা – মাতা ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ০৯ নভেম্বর,২০২৩ খ্রিঃ বিক্রয়ের উদ্দেশ্যে বাগান দেখানোর নাম করে দীঘিনালার আট মাইল নামক স্থান হতে খাগড়াছড়ি বাজারের ক্ষুদে কাঠ ব্যবসায়ী রাসেলকে অপহরন করে দূর্বৃত্তরা। মুঠোফোনে রাসেলের পরিবারের নিকট থেকে ০৩ (তিন) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে স্বজনরা দেড় লক্ষ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর পর থেকে অপহরনকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উক্ত ঘটনার প্রায় ১১ (এগারো) দিন অতিবাহিত হলেও রাসেলকে জীবিত উদ্ধার করা সম্ভব না হওয়ায় আজ পিসিএনপি খাগড়াছড়ি জেলা কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হয়।
সমাবেশে সভাপতি বলেন, আগামী বুধবার মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান পূর্বক কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।