22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদউপজেলাচট্টগ্রামে সাগর উপকূল থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে সাগর উপকূল থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় সাগর উপকূল থেকে ১৮ বছরে বয়সী এক অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

১৯ নভেম্বর, রবিবার সকাল ১০ টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌ পুলিশের ওসি মোহাম্মদ নাছির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে কুমিরা সাগর উপকূলীয় এলাকা থেকে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।

এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ