
চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুলছাত্রীর মাকে পথে আটকানোর অভিযোগে শুভ, সালমান হোসেন , সাজ্জাদ সাগর এবং রিফাত হোসেন রিমন নামের চারজনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে সালমান হোসেন ও সাজ্জাদ সাগর মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক এবং রিফাত হোসেন রিমন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর, রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মিরসরাইয়ে জামিনে এসে এক কিশোরীকে হুমকি দিচ্ছিল বখাটেরা। এতে ভয়ে ৪ মাস বিদ্যালয় যাওয়া বন্ধ করে দিয়েছে ওই কিশোরী (১৩)। গত বৃহস্পতিবার মিরসরাই থানা পুলিশ কিশোরীর বাড়িতে গিয়ে বিদ্যালয়ে যাওয়ার আশ্বাস দিলে কিশোরী বিদ্যালয়ে যাওয়ার পথে ফের বখাটেরা আবার হুমকি প্রদান করে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ মে বখাটে এমরান হোসেন বাদশা ও মো.সবুজ ভূক্তভোগী কিশোরীকে যৌনপীড়ন করে। এই ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মিরসরাই থানায় (মামলা নং-০৮/৭৮) দায়ের করেন। মামলায় জামিন পেয়ে বখাটেরা ফের কিশোরীকে হুমকি প্রধান করে।
কিশোরীর বাবা বেলায়েত হোসেন বলেন, বখাটের ভয়ে ৪ মাস মেয়েকে বিদ্যালয়ে যেতে দেইনি। পুলিশে বিদ্যালয়ে পাঠানোর জন্য বললে তারপরে পাঠাই তার মায়ের সাথে। বিদ্যালয়ে যাওয়ার পথে আবারও আমার মেয়েকে হুমকি দেয় তারা। আমার স্ত্রীকে হত্যা করবে বলে হুমকি দেয়। পরে পুলিশকে জানালে তারা আসামিদের গ্রেফতার করে। আমার কাছে টাকা নেই। অন্য জনের জমি চাষ করে খাই। আসামিরা আবার জামিনে এসে আমাকে মেরে ফেলবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এক ছাত্রীর মা অভিযোগ করেন কয়েকজন ছেলে উনার পথ অবরোধ করেছে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, গ্রেফতার চারজনের মধ্যে তিনজন ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রয়েছেন। যদি অপকর্ম করেন এটা তাদের ব্যক্তিগত বিষয়। এর দায় সংগঠন বহন করবে না।
সিএস