
চট্টগ্রামের সাতকানিয়ায়২ মাদক ব্যবসায়িসহ ৯ জনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের কাছে ১ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এরা হলেন মো. ইউসুফ (২৫) ও মোছা. জহুরা খাতুন (৪৫), মো. জকরিয়া (৪৮), মোঃ জালাল উদ্দীন(৩৯), দিদারুল ইসলাম(৫১), মোঃ মনসুরুল হক প্রঃ সানি (২৯), লিটন জলদাশ (৪৩), মঈন উদ্দিন (২৯) ও মোহাম্মদ আবু তৈয়ব (৬৯)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
সিএস