31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদউপজেলাচট্টগ্রামে নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াত-শিবিরের নাশকতার মামলায় বেলাল নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বেলাল আধুনগর ইউনিয়নের তেলিপাড়ার মৃত ডা. এয়াকুবের ছেলে। তিনি তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত। পুলিশের ভাষ্য, গ্রেফতার বেলাল একটি মামলায় সাজাপ্রাপ্ত এবং অপর চারটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়ন হাতিয়ারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, বেলাল জামায়াত শিবিরের ক্যাডার। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত। অপর চারটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আজকে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি রাশেদুল ইসলাম।

সিএস

সর্বশেষ