
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্রান্ট ব্র্যাডবার্ন। দীর্ঘদিন থেকে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচের পদটা ফাঁকা ছিলো।৫৬ বছর বয়সী এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে পাকিস্তান।
সদ্য শেষ হওয়া পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্র্যাডবার্ন। সিরিজে ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই সাফল্য পেয়েছে বাবর আজমের দল। শনিবার (১৩ মে) তাকে কোচ হিসেবে ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে এর আগেও কাজ করেছেন ব্র্যাডবার্ন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত লাহোরের ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন এই অলরাউন্ডার। সেখানে ফিল্ডিং কোচের দায়িত্ব পালনের আগে স্কটল্যান্ডের হেড কোচ ছিলেন সাবেক এই ক্রিকেটার।
ব্র্যাডবার্ন ছাড়াও সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যান্ড্রু পুটিককে দুই বছরের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। দলটির স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন দ্রিকুস সায়মান। সাইকোথেরাপিস্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ক্লিফে ডেকন।