
কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা সবাই মিশরের নাগরিক। এতে আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।
স্থানীয় সময় রোববার (৯ জুলাই) কুয়েতের ৬ নম্বর রোডের ফরওয়ানিয়া অংশে তিনটি গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন প্যারামেডিকের কর্মীরা।
দেশটির ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগ জানায়, ঘটনাস্থলে তিনজন এবং স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, আহত বাংলাদেশি প্রবাসী চট্টগ্রামের বাসিন্দা। হতাহত অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।