28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপ্রবাসীদক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

  নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম রিগান ইসলাম (৩৫)। বাংলাদেশ সময় সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে দেশটির ফ্রি স্টেট প্রদেশের বোতশাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তিনি খুন হন।

নিহতের ছোটো ভাই ফাহিম মাহমুদ বলেন, ২০০৯ সালে আমার বড় ভাই রিগান দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সোমবার রাতে তিনি নিমালামাল ক্রয় করে নিজ দোকানের সামনে যান। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, রিগানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

সিএস

সর্বশেষ