31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদরাজনীতিমামলা, সাজা দিয়ে আন্দোলন দমানো যাবে না: ফখরুল

মামলা, সাজা দিয়ে আন্দোলন দমানো যাবে না: ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

দেশের জনগণ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে মাঠে নেমেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে বিরোধি দল তথা বিএনপির নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেওয়া হচ্ছে। কিন্তু মামলা ও সাজা দিয়ে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

ফকরুল বলেন, সরকার জনগণকে বোকা বানাতে চায়। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে মানুষের ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই। এই দিকে সরকারের কোনো খেয়াল নাই। সরকারের খেয়াল একটাই কিভাবে ক্ষমতায় যেতে হবে। এই দেশকে শোষণ করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবে পারো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দাও। তাদের গ্রেফতার করে দ্রুত আইনে সাজার ব্যবস্থা করো।

১৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা রাস্তায় নেমেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ তারা পুরো রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। এই সরকারের হাত থেকে মুক্তি পেতে এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে। দেশের স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থাসহ সব কিছুই এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করেছে। এটা পরিষ্কার যে সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই অবিলম্বে এই সরকারকে বলব, সংসদ ভেঙে দিন। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

এর আগে সমাবেশে অংশ নিতে দুপুর ১টা থেকে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহকারে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

সিএস

সর্বশেষ