28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদরাজনীতিসন্দ্বীপে ভোট চলছে

সন্দ্বীপে ভোট চলছে

  নিজস্ব প্রতিবেদক

সন্দ্বীপে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ভোটগ্রহণ চলছে। মোট ১৫টি ইউনিয়ন পরিষদসহ একটি পৌরসভা মিলে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন মহিলা ভোটার।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি চোখে পড়ার মত নয়। ভোটার লাইন একেবারে ফাঁকা। কয়েক মিনিটি পর পর দু-একজন ভোট দিতে আসছেন। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা। একই চিত্র প্রত্যেক ভোট কেন্দ্রে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে ধারনা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের।

এদিকে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের দিক থেকে দু–একটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ করা হয়। এর মধ্যে আজিমপুর ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারসের এজেন্ট জামাল হোসেনকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এজেন্ট জামাল হোসেন বলেন, তিনি সকাল ৭টায় কেন্দ্রে গেছেন, কিন্তু তাকে ঢুকতে দেননি। প্রিসাইডিং কর্মকর্তা তাজিমুল হালিম বলেন, ‘কাগজ নিয়ে আসেননি, তাই ঢুকতে দেওয়া হয়নি।’

জানা গেছে, মুছাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটটি বুথে ৩ হাজার ৬২৮ ভোটের মধ্যে পড়েছে ১৪০টি ভোট। মুছাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী কেন্দ্রে পাঁচটি বুথে ভোট পড়েছে ৫০টির মতো। সাউথ সন্দ্বীপ হাইস্কুলে দুই ঘণ্টায় পড়েছে দুইশ ভোট।

হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট দেন নৌকার প্রার্থী মাঈন উদ্দিন। ওই কেন্দ্রে আনারস প্রতীকের কোনো এজেন্ট নেই। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউন নবী বলেন, ‘এজেন্ট আসেনি। ভোটার উপস্থিতি মোটামুটি আছে।’

হারামিয়া উত্তর–পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৬ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. তৈয়ব। এখানে ভোটার ১ হাজার ৮৮১ জন।

মগধরা পাবলিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭ শতাংশ। এখানে ১০টি কক্ষে মোট ভোটার ৪ হাজার ২৮৭ জন। কেন্দ্রটিতে নৌকা ও আনারস দুই প্রতীকের এজেন্ট রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল মওলা বলেন, দুই প্রার্থীর শক্ত অবস্থান রয়েছে এ এলাকায়। সে অনুযায়ী প্রশাসনও কড়াকড়ি অবস্থানে রয়েছে। খুব সহযোগিতা করেছে প্রশাসন।

উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৭০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৩ জন। এখানে জাল ভোট দিতে এসে দুই কিশোর আটক হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল কবির বলেন, ‘দুজনেই কিশোর। তাদের পুলিশ নিয়ে গেছে।’

এ কেন্দ্রের আনারসের এজেন্ট আজিজুল হক বলেন, ‘ভোটার কম। প্রশাসন কড়াকড়ি অবস্থানে আছে। ভোটার উপস্থিতি বেশি হলে আনারসের সম্ভাবনা বাড়বে।’

সিএস

সর্বশেষ