28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদরাজনীতিচট্টগ্রামে শেখ হাসিনার ফের আস্থা সুজনে!

দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম মহানগর ১৪ দলীয় জোট সমন্বয়কের

চট্টগ্রামে শেখ হাসিনার ফের আস্থা সুজনে!

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নগর আওয়ামী লীগের রাজনৈতিক গ্রুপিং দ্বন্দ্বের কারণে কেন্দ্রীয় নেতারা যখন বিরক্তির চূড়ান্ত সীমায় ঠিক সে মূহুর্তে আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজনের ওপর আস্থা রাখলেন বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলীয় জোটের সমন্বয়কের।

২১ মে,রোববার, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে নগর আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৪ দলীয় জোটের পাশাপাশি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গোছাতে চায় দলের সর্বোচ্চ পর্যায় যে কারণে চট্টগ্রাম নগরীতে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিকল্প হিসেবে খোরশেদ আলম সুজনকেই পছন্দের তালিকায় রেখেছেন নীতিনির্ধারকরা।

গণমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের সভার সিদ্ধান্ত অনুযায়ী খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সমন্বয়কের পদটি শূন্য হওয়ার পর এ পদে আর কাউকে দায়িত্ব দেয়নি আওয়ামী লীগ। বর্তমানে ন্যাপ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী), বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ আজাদী লীগ ও কমিউনিস্ট কেন্দ্র এই জোটে আওয়ামী লীগের শরিক।

জাউসা

 

সর্বশেষ