
ফানুস জ্বলে আকাশ গায়ে
আয় তোরা আয় ছুটে ,
দেখতে যাবো জুম পাহাড়ে
দশ এগারোই মোটে ।
ফানুস বাতি উড়ছে দেখো
পুবে হতে পশ্চিমে ,
সন্ধ্যা তারা হাসছে যেনো
গাছে ফাঁকে নিমে ।
বন্ধুরা সব বন্ধ করে চোখ
মনের কথা বলছে ,
কাল যেন হয় সুন্দর ভেবে
মন্টু দোলায় দুলছে ।
আনন্দ আর মজায় কাটে
শিশুদের ফানুস রাত ,
আকাশ জুড়ে প্রদীপ জ্বলে
বিচ্ছুর দল বাজিমাত ।
কাব্যগ্রন্থ – ছড়ায় ছড়ায় বুদ্ধি বাড়ায়