
কিংবদন্তী খেলাঘরিয়ান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, উদীচীর সাবেক সভাপতি, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গবেষক ও লেখক, সাবেক সংসদ সদস্য, শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুতে খেলাঘর কানাডা’র স্মরণসভা অনুষ্ঠিত হয়।
৯ আগস্ট, বৃহষ্পতিবার সন্ধ্যায় টরন্টোর রেডহট তন্দুরী রেস্টুরেন্টে খেলাঘর কানাডা’র আহ্বায়ক জামিল বিন খলিলের সঞ্চালনায় এই স্মরণসভার আয়োজন করা হয়।
টরন্টোর বিভিন্ন প্রগতিশীল সংগঠনের প্রতিনিধি, অধ্যাপিকা পান্না কায়সারের আত্মীয়, সহকর্মী, লেখক, সাহিত্য ও সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন খেলাঘরিয়ান ও খেলাঘর কানাডা সদস্যরা স্মরণসভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন খেলাঘর কানাডা’র আহ্বায়ক কমিটির সদস্য সুমন সাইয়েদ।
খেলাঘর কানাডা’র আহ্বায়ক জামিল বিন খলিলের সঞ্চালনায় এই আয়োজনের আলোচনাপর্বে অংশ নিয়ে সকল বক্তাই পান্না কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সংগ্রামী জীবনের আদর্শে উজ্জীবিত হয়ে পান্না কায়সারের স্বপ্ন পূরণে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সাপ্তাহিক কাজের দিনেও অধ্যাপিকা পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মরণসভায় যুক্ত হওয়াতে উপস্থিত সকলকে খেলাঘর কানাডা’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।