22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদপাহাড়ের খবরসাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবাহী চাঁদের গাড়ি, আহত ৫

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবাহী চাঁদের গাড়ি, আহত ৫

  নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে গেছে। এ দুর্ঘটনায় পাঁচ পর্যটক আহত হয়েছেন।

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাঁচ পর্যটক আহত হয়েছেন। তারা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

১৮ নভেম্বর, শনিবার দুপুরে হাফছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রংপুরের বাসিন্দা ফুয়াদ (২৫), সাকিব (২২), রাসেল (২৫), ঢাকার বাসিন্দা রিফাত (২২) ও হারুনুর রশিদ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে পর্যটক বহনকারী একটি চাঁদের গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করে হাফছড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ পর্যটক আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ