22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদপাহাড়ের খবরমাটিরাঙ্গায় চোরাই গাড়ির যন্ত্রাংশসহ দুইজন আটক

মাটিরাঙ্গায় চোরাই গাড়ির যন্ত্রাংশসহ দুইজন আটক

  নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমাণথেকে চোরাই পথে আসা গাড়ির বিপুল পরিমাণ ভারতীয় যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় এ অভিযান চালানো হয়। ঘটনায় আটকরা হলেন জেলার মাটিরাঙ্গার উত্তর শান্তিপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২১) ও একই এলাকার মৃত শাহাবউদ্দিনের ছেলে মো. শাহ আলম (২৩)।

জানা যায়, শুক্রবার রাকে মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় চোরাই পথে আসা মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির ভারতীয় যন্ত্রাংশ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। অভিযানে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ বিল্লাল ও শাহ আলমকে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

 

সর্বশেষ