
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমাণথেকে চোরাই পথে আসা গাড়ির বিপুল পরিমাণ ভারতীয় যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়।
শুক্রবার (১০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় এ অভিযান চালানো হয়। ঘটনায় আটকরা হলেন জেলার মাটিরাঙ্গার উত্তর শান্তিপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২১) ও একই এলাকার মৃত শাহাবউদ্দিনের ছেলে মো. শাহ আলম (২৩)।
জানা যায়, শুক্রবার রাকে মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় চোরাই পথে আসা মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির ভারতীয় যন্ত্রাংশ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। অভিযানে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ বিল্লাল ও শাহ আলমকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে