28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপাহাড়ের খবরগণশুনানিতে ৫৭ জনের সমস্যার সমাধান করলেন রাঙামাটি জেলা প্রশাসক

গণশুনানিতে ৫৭ জনের সমস্যার সমাধান করলেন রাঙামাটি জেলা প্রশাসক

  নিজস্ব প্রতিবেদক

রাঙামাটিতে অনুষ্ঠিত গণশুনানিত বিভিন্ন সমস্যায় জর্জরিত নারী-পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থী, প্রতিবন্ধীর ৫৭ জনের সমস্যার সামাধান দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক

১৩ সেপ্টেম্বর, বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গনশুনানিতে জেলা প্রশাসক আগতদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। অতঃপর সমস্যার প্রকারভেদ অনুযায়ী ১ জন একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে বই ও ২ জন শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তির ফি এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক ওষুধ সহায়তা প্রদান করেন।

এছাড়াও জায়গা-জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আগত ব্যক্তিদের আবেদনের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ইউনিট এর কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

সিএস

সর্বশেষ