28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদপাহাড়ের খবরকাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

  নিজস্ব প্রতিবেদক

রাযামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে মো. তৈয়ব আলী (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

১৯ মে, শুক্রবার ভোর ৬টায় নিজ ঘরে ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক তৈয়ব আলী উপজেলার ২নং রাইখা লী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর রিফিউজি পাড়া এলাকায় এলাকার বাসিন্দা মৃত মো. শরীফ আলীর ছেলে।

২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বিষয়টি নিশ্চিত করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বাবু জানান, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিল। কখন সে বাসায় ফিরত কেউ জানত না। সবসময় আনমনা থাকতো। ময়না তদন্তের জন্য তার মরদেহটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিএস

সর্বশেষ