
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন শেষে চলছে ফলাফল ঘোষণা। দুই কেন্দ্রে নৌকা প্রার্থী এগিয়ে রয়েছেন। তার মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) পেয়েছেন ১৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীম হাতপাখা প্রতীকে ৩১৫ ভোট পেয়েছেন।
১২ জুন, সোমবার বিকাল থেকে জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
বরিশাল সিটি নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি), মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) এবং মো. আসাদুজ্জামান (হাতি)।
সিএস