
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। এসময় তাকে নৌকার প্রতীকের লোকজন মুখে ঘুষি মারলে রক্তাক্ত হয় তার মুখ । ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন কেন্দ্রে এই ঘটনা ঘটে। ফয়জুল করীম দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। তাতে তার দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে।
খবর পেয়ে ঘটনার পরপরই মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম তাকে (হাতপাখার প্রার্থী) কে বা কারা ঘুষি মেরেছেন, তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনবো’।
প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন অবশ্য বলেন, প্রার্থী তার কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।
এসইউ