
অংক কষতে জানেনা আমার মা
কিন্তু রুটি একটা চাইতে হাত বাড়িয়ে দেন দুইটা।
খোদার তৈরি বেহেস্ত দেখব কিনা জানিনা,
তবে মায়ের বুকের উষ্ণতা কী তার চেয়ে কম কিনা?
মা দিবস আজ বলছে সবাই,
তাঁকে ছাড়া কোন দিনটা দেখাই?
একটু হলেও হাসো মা কে দেখে-
কপালে নাইবা হজ্জ লেখা থাকে।
মরতে চাও? আছে কত রাস্তা,
কিন্তু পৃথিবীতে জন্ম দিতে,পারে একমাত্র মা।
মা কে নিয়ে আর কি লিখব?
মা নিজেই আমাকে লিখেছেন-
ঝড় বৃষ্টিতে,খালি পেটে,আমাকে শ্রেষ্ঠ জীবের স্বীকৃতি দিয়েছেন।
নোট:
মা দিবসে মা-কে নিয়ে নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করেছেন পিএইচপি ফ্যামেলি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। ক্লিক নিউজ বিডি ডটকম-মোহাম্মদ মহসিনের পাঠানো মাকে নিয়ে একটি কবিতার কয়েকটি লাইন ভালো লাগা থেকে প্রকাশ করেছে।