28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদসাহিত্যআমীর হোসেন সোহেল এর কবিতা-‘বাবা, বন্ধু ও পথপদর্শক’

আমীর হোসেন সোহেল এর কবিতা-‘বাবা, বন্ধু ও পথপদর্শক’

  ডেস্ক

নিজেকে ফানাহ্ করে দেন মানুষের কল্যাণে
সন্তানদের পরম বন্ধু ও বাবা-
অফিস কলকারখানা সব সামলিয়ে,
প্রাণ যোগান অসংখ্য মাহফিল ও সভার।

গীতা, ত্রিপিটক, বাইবেলের উপর;
করেন নিরলস পড়াশুনা।
কোরান হাদিস উভয় থেকেই নেন
গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।

রুমি, হাফিজ, জামীর উপস্থিতি;
সর্বদা থাকে তাঁর আলোচনায়।
রবীন্দ্রনাথ, নজরুল, মধূসুদনও;
বিরাজমান তাঁর চর্চায়।

বর্তমানে ধ্যান ও জ্ঞানে,
আছে শুধুই তরুণ প্রজন্ম;
তাদের ভেতর আলো জ্বালিয়ে,
করতে চান দেশকে আরও সমৃদ্ধ।

কিতাব, বই-পুস্তক একান্ত সঙ্গী;
কঠোর পরিশ্রম যাঁর মুলমন্ত্র।
সমাজে পরিচিত দানবীর সুফি নামে;
বিনয়, সংযম, নম্রতায় তিনি পরিপূর্ণ।

আমীর হোসেন সোহেল

 

সর্বশেষ