22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদলিডব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

  নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার কারণে আপ লাইনে (ঢাকা অভিমুখী) ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

১৯ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটার এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে বলে জানান সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

সহকারী স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের তিন নম্বর লাইনে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে পাত বাঁকা হয়ে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়ার পর দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলেও জানান এই রেল কর্মকর্তা।

সর্বশেষ