28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিডসিএইচডিএস’র বিরুদ্ধে সংবাদ প্রচার করায় কথিত যুবলীগ নেতার হুমকি! (ভিডিওসহ)

সিএইচডিএস’র বিরুদ্ধে সংবাদ প্রচার করায় কথিত যুবলীগ নেতার হুমকি! (ভিডিওসহ)

  নিজস্ব প্রতিবেদক

সরকারের তিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর ও স্বারক জাল করে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সিএইচডিএস নামের মেডিকেল ট্রেনিং সেন্টার খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করায় সিএসডিএস’র বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ক্লিক নিউজ বিডি। আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। ধরা পড়ে সরকারে তিন মন্ত্রণালয়ের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুচতুর প্রতারণা। 

যদিও সরকারের ভাবমুর্তি রক্ষা এবং হাজার হাজার শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা জানান দিতে ক্লিক নিউজে প্রকাশিত প্রতিবেদনে ব্যাপকসাড়া মিলেছে শিক্ষাথীর অভিভাবক থেকে শুরু করে সুশীল সচেতন মহলে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকারের ভাবমুর্তি নষ্ট করতে পিছপা হচ্ছেন না কথিত যুবলীগ পরিচয়ধারী এক নেতা। প্রকাশিত নিউজ মুছে ফেলার জন্য ক্লিক নিউজ বিডি’র প্রতিনিধিদেরকে প্রকাশ্যে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে রিয়াদ রহমান রিয়াদের পক্ষের নেপথ্যের কারিগররা।

এবার হুমকিদাতাদের তালিকায়  যুক্ত হলেন চট্টগ্রামের হালিশহর থানা এলাকার কথিত যুবলীগ নেতা আজাদ রহমান কায়সার। ক্লিক নিউজ বিডি’র সম্পাদক জালালউদ্দিন সাগরকে মুঠোফোনে অকথ্যভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দিলেন তিনি।

চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সিএসডিএইচ নামের ভুয়া মেডিকেল ট্রেনিং সেন্টারের পরিচালক রিয়াদ রহমান রিয়াদের পক্ষ নিয়ে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইতোমধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে চকবাজার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নম্বর ৯৭৯) করেছেন ক্লিক নিউজ বিডির সম্পাদক।

গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত কয়েকবার মুঠোফোনে হুমকি দেন কথিত ওই যুবলীগ নেতা।

ভুয়া মেডিকেল ট্রেনিং সেন্টার সিএসডিএইচ এর পরিচালক রিয়াদ রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জালালউদ্দিন সাগরসহ তার পরিবারকে জড়িয়ে প্রায় দেড় ঘন্টা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়। তার এমন আচরণের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে বললে পুলিশ বিভাগকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন আওয়ামী যুবলীগের নেতা পরিচয়দানকারী আজাদ রহমান কায়সার।

গত শুক্রবার (০৮ সেপ্টেম্বর) ‘তিন মন্ত্রণালয়ের জাল সনদে চলছে সিএইচডিএস মেডিকেল ট্রেনিং সেন্টার’ শিরোনামে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রামের বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল ‘ক্লিক নিউজ বিডিডটকম। তখন প্রকাশিত সংবাদের জেরে সিএসডিএইচের পরিচালক রিয়াদ রহমানের পক্ষে প্রতিবেদক জালালউদ্দিন সাগরকে মুঠোফোনে প্রকাশিত নিউজ মিথ্যা, বানোয়াট, মনগড়া ও তথ্যহীন বলে দাবি করেন মহিউদ্দিন মাহী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক সাংবাদিক। কাজ করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বিএসএস’র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও তিনি।

এদিকে মুঠোফোনে সাংবাদিককে প্রাণনাশের হুমকিদাতা আজাদ রহমান কায়সার ২৭নং ওয়ার্ড আওয়ামী ‍যুবলীগের আহ্বায়ক দাবি করলেও সে যুবলীগের কেউ নয় বলে দাবি করেছেন দাক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২৭নং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ।

একাধিক সুত্র জানিয়েছে, আজাদ রহমান কায়সার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি ছবি তুলে নিজেকে আওয়ামী যুবলীগের নেতা এবং আ জ ম নাছির উদ্দিনের আস্থাভাজন হিসেবে নিজেকে জাহির করতে মানুষকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেন।

দলের কোনো পদপদবিতে না থেকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে তদবীর চালিয়ে পদ পেতে ব্যর্থ হন। পরে মহানগর যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েও মনোনিত হননি।

২৭নং দক্ষিণ আগ্রাবাদের একাধিক নেতা জানান, আজাদ রহমান কায়সার নামের আওয়ামী যুবলীগের কোনো নেতা নেই। তৃণমূলের কর্মী হলে চিনতাম। এমন অনেকে আছে যুবলীগের নাম ভাঙিয়ে নিজেকে নেতা পরিচয়ে চলে, যা আমরা জানিনা। যদি কেহ এই ধরণের প্রতারণার শিকার হন বা পরিচয়দানকারী নেতার বিষয়ে তথ্য জানতে চাইলে চট্টগ্রাম আওয়ামী যুবলীগের কার্যলয়ে যোগাযোগের অনরোধ জানিয়েছেন।

ভিডিও সংবাদ :

সিএস/জাইসা

এই সম্পকৃত আরও সংবাদ:

তিন মন্ত্রণালয়ের জাল সনদে চলছে সিএইচডিএস মেডিকেল ট্রেনিং সেন্টার

অনুমোদনহীন সিএইচডিএস হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

জেনারেল হাসপাতালে করা ইন্টার্নশিপ সনদ বাতিল হচ্ছে সিএইচডিএস’র ২৫ শিক্ষার্থীর

 

 

সর্বশেষ