31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিডজেনারেল হাসপাতালে করা ইন্টার্নশিপ সনদ বাতিল হচ্ছে সিএইচডিএস’র ২৫ শিক্ষার্থীর!

ভুয়া অনুমতিপত্রে সেরকারি হাসপাতালে নার্সিং ও মেডিকেল টেকনোলজিতে ইন্টার্ণশিপ

জেনারেল হাসপাতালে করা ইন্টার্নশিপ সনদ বাতিল হচ্ছে সিএইচডিএস’র ২৫ শিক্ষার্থীর!

  সাহাবু উদ্দিন ও জালালউদ্দিন সাগর

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ভুয়া অনুমোদনের কপি জমা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করা সিএইচডিএস মেডিকেল ট্রেনিং সেন্টারের ২৫ শিক্ষার্থীর ইন্টার্নশিপ সনদ বাতিল করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, যেহেতু তাদের অনুমোদনের বিষয়ে অভিযোগ উঠেছে সেহেতু আমরা তাদের কাছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনের মুলকপি চাইবো। তারা যদি মুলকপি জমা দিতে না পারে তাহলে বিষয়টি মন্ত্রণালয়ে অবগত করবো। একই সাথে জেনারেল হাসপাতালে করা তাদের ২৫ শিক্ষার্থীর ইন্টার্নশিপ সদন বাতিল করা হবে।

৭ সেপ্টেম্বর, বৃহষ্পতিবার ক্লিক নিউজ বিডি’র প্রতিবেদকদ্বয়কে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সিএইচডিএসের ২৫ জন শিক্ষার্থীকে জেনারেল ‍হাসপাতালে ইন্টার্নশিপ করার জন্য আবেদন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রিয়াদ রহমান। আবেদনে তিনি কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনপত্র সংযুক্ত করেন। ২৫ জনের একটি ব্যাচ ইন্টার্নশিপ সম্পন্ন করার পর গত বছর ইন্টার্নশিপ করার জন্য ফের আবেদন করলে আমরা তাদের অনুমোদনের কপিসহ আবেদন করতে বলি। অনুমোদনের কপি জমা দেওয়ার কথা বলায় পরে তারা আর আসেননি।

সিএইচডিএস’র নার্সিং কোর্সে ইন্টার্নশিপ করা শিক্ষার্থীরা হলেন , সুমাইয়া বিনতে আজিজ (রোল ৯৯৫৪৩২), সুমা আকতার (৯৯৫৪৩৩), লিপি আকতার (৯৯৫৪৩৪), সানজিদা আমিন (৯৯৫৪৩৫), শাহাজিদা আমিন (৯৯৫৪৩৮) হুমাইরা খানম (৯৯৫৪৩৬৯), কানিজ ফাতেমা (৯৯৫৪৪০), ‍মুক্তা দত্ত (৯৯৫৪৪১), উম্মে হাবিবা রিমু (৯৯৫৪৪৩), সার্মি বড়ুয়া (৯৯৫৪৪৪), সোলতানা পারভীন (৯৯৫৪৪৫), মুক্তা আকতার মণি (৯৯৫৪৪৬), জান্নাতুল ফেরদাউস (৯৯৫৪৪৭), নাসরিন সোলতানা (৯৯৫৪৮)।

প্যারামেডিকেল কোর্সের শিক্ষার্থীরা হলেন, মহিবুর রহমান (৮৮৫৪৪৭), মো. মমিন হোসাইন (রোল ৮৮৫৪৪৮), রোমেন মল্লিক (৮৮৫৪৪৯), তৌহিদুল ইসলাম (৮৮৫৪৫১), মো. ইউচুপ হাওলাদার (রোল ৮৮৫৪৫২), সোবাহ রায় (৮৮৫৪৫৪), নজরুল ইসলাম (৮৮৫৪৫৬), জয় মল্লিক (৮৮৫৪৫৭), ইসমত আরা (৮৮৮৮৫৮), আরিফুর রহমান (৮৮৮৮৫৯), ‍সাজেদা বেগম (৮৮৮৮৬০)।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০২২ সালের ২ অক্টোবর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিচালক-উপপরিচালক বরাবর মেডিকেল টেকনোলজিতে মাঠ প্রশিক্ষণের অনুমতি প্রদানের আবেদন করে সিএইচডিএস। যার স্বারক নং ই-১০৫-২০২২। আবেদনের সাথে সংযুক্ত করা হয় কারিগরি শিক্ষা বোর্ডের একটি অনুমোদনের কপি। যার স্মারক নং-বাকাশিবো/ক(স্বাঃপ্রঃ)/২০২১/৪৫৭। অনুমোদনপত্রটির বিষয় কলামে লেখা হয় ডিপ্লোমা ইন মেডিক্যাল ও সার্টিফিকেট ইন মেডিক্যাল টেকনোলজি শিক্ষাক্রমের সাময়িকভাবে প্রাথমিক পাঠদানের অনুমতি প্রসঙ্গে এবং সেটিতে স্বাক্ষর করেন পরিচালক কারিকুলাম মো. আব্দুর রেজ্জাক।

অনুমোদনের কপিতে দেখা যায় ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্স পরিচালনার জন্য একই ব্যক্তি অনুমোদন দিয়েছেন। তবে কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স দুইটি আলাদা প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিতে হয়।

কারিগরি বোর্ড থেকে আরও জানা যায়, ২০২০ সালের পর মেডিক্যাল বিভাগের সকল কোর্সের অনুমোদন বন্ধ করে দিয়ে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যাস্ত ‍করা হয়েছে। ফলে ২০২১ সালে সিএইএইচডিএস মেডিকেল ট্রেনিং সেন্টার কারিগরি বোর্ড থেকে অনুমোদন নেওয়ার বিষয়টি ভুয়া।

কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ আব্দুর রাজ্জাক মিয়া জানান, অনুমোদনের কপিতে স্বাক্ষর করা পরিচালক (করিকুলাম) আব্দুর রেজ্জাক স্যার অবসরে যান ২০১৪ সালে। তিনি কিভাবে ২০২১ সালের অনুমোদনের কপিতে স্বাক্ষর করবেন?

কারিগরি শিক্ষাবোর্ডের সনদ জাল করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৫ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপ করিয়েছে সিএইচডিএস। ২০২০ সাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের মেডিকেল কোর্সের অনুমোদন বন্ধ থাকলেও ২০২১ সালে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালকের স্বাক্ষর জাল করে ভুয়া অনুমোদনপত্র তৈরি করে এ প্রতারণা করেন সিএইচডিএসের মালিক রিয়াদ রহমান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এক ব্যাচের পর থেকে প্রতিষ্ঠানটির ইন্টার্নশিপ বন্ধ করে দেয় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

ক্লিক নিউজ বিডির হাতে আসা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি অনুমোদনের কপি যাচাই করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সরকারি হাসপাতালের সাথে এমন প্রতারণা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, জেনারেল হাসপাতালে করা সিএইচডিএস মেডিকেল ট্রেনিংয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সনদ বাতিল করা হবে।

ক্লিক নিউজের হাতে আসা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আদেশের কপিতে দেখা যায় সিএইচডিএসের আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারির ১০ তারিখ প্রতিষ্ঠানটিকে ইর্ন্টার্নশিপ করার অনুমতি প্রদান করা হয়। যার স্মারক নং- জেহাচ/ইন্টার্নশীপ/প্রশা-২৩।

ইন্টার্ণশিপ বাতিলের বিষয়ে জানতে চাইলে সিএইচডিএসের পরিচালক রিয়াদ রহমান বলেন, আমি কোনো প্রতারণা করি নাই। সবাই যেভাবে প্রতিষ্ঠান চালাচ্ছে আমিও সেভাবে চালাচ্ছি। সবাই জয়েন স্টকের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দেওয়া ভুয়া কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে তিনি বলেন, আমি সরাসরি দেখা করে কথা বলতে চাই।
এই সম্পকৃত আরও সংবাদ:

 

সিএস

সর্বশেষ