
এখন পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৫ কেন্দ্রে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক এগিয়ে রয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৬ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৮৬ ভোট।
১২ জুন, সোমবার বিকাল থেকে খুলনা জেলা শিল্প কলা একাডেমির হলরুমে এই নির্বাচনের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন।
খুলনা সিটিতে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এস এম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
সিএস