22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুঁশিয়ারি হুতির

ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুঁশিয়ারি হুতির

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজকে লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি।

১৯ নভেম্বর, রবিবার হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তারা ইসরায়েলি পতাকাবাহী কোনো জাহাজ দেখলেই হামলা চালাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।

এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও গাজায় ইসরায়েলি অভিযান চালানোর শুরুর দিকেই সংঘাতে সক্রিয়ভাবে অংশ নেয় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল-লেবানন সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটেছে।হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

এই অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। ৩১ অক্টোবর ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দেয় হুথি বিদ্রোহীরা। আবদেল মালেক আল হুথি তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি প্রত্যক্ষভাবে এই সংঘাতে যুক্ত হয় তবে সামরিক পদক্ষেপ নেবে হুথি। তিনি বলেন, প্রয়োজনে অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে তারা সামরিক পদক্ষেপ নেবে। ড্রোন ও মিসাইল হামলাও চালাতে পারে।

রবিবার হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তারা ইয়েমেনের সমুদ্র সীমায় ইসরায়েলি পতাকাবাহী কোনো জাহাজ দেখলেই হামলা চালাবে। সেখানে কাজ করা ইয়েমেনি নাগরিকদের অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সর্বশেষ