22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন

মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৩-২০২৫ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় মাসিক সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাংবাদিক এম মাঈন উদ্দিনকে চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ ইউসুফকে সদস্য সচিব, কোষাধ্যক্ষ পদে সাংবাদিক সাদমান সময় ও দপ্তর সম্পাদক পদে শাফায়েত মেহেদী নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাংবাদিক সাইফুল হক সিরাজী, আবু সাঈদ ভূঁইয়া, এম আনোয়ার হোসেন, আজিজ আজহার।

এসময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক সাফায়েত মেহেদী। মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মিরসরাইয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন বলে জানান নব নির্বাচিত নেতৃবৃন্দ।

সর্বশেষ