22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২চান্দগাঁওয়ে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

চান্দগাঁওয়ে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও এলাকা থেকে মো. সোলেমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭৮০ ইয়াবা পাওয়া গেছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে চান্দগাঁও থানার খরমপাড়া মনোয়ারা বেগম কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চানদগাঁও থানার পক্ষে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার সোলেমান ওই কলোনির ভাড়া বাসায় থাকেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার কাকারা ইউনিয়নের হাজিয়ান গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খরমপাড়ার একটি কলোনি থেকে ৭৮০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।

সর্বশেষ