
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় আটক তিন ছাত্রলীগ নেতা জামিন পেয়েছেন। তারা জামিন পেয়েছে শুনে ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা ভয়ে রয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ছাত্রলীগের ওই নেতার জামিন হয়। তারা জামিনে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।
নিজেদের ওয়ালে দেখা গেছে- মঘাদিয়া ইউনিয়নের সাবের সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন লিখেন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ষড়যন্ত্রকারীদের বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ’।
অন্যজন, সাবেক ইউনিয়ন গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান লিখেন ‘আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহর গজব পড়ুক তোর উপর এই দোয়া করি’।
সাবেক ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রিফাত হোসেন রিমন লিখেন ‘আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ গজব পড়ুক তোর উপর এই দোয়া করি।
এরআগে, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় গত রবিবার (১৮ সেপ্টেম্বর) তিন ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করে পুলিশ। এরপরের দিন ১৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জড়িত ৩ ছাত্রলীগকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
ভুক্তভোগী ছাত্রীর মা আকলিমা মুঠোফোনে জানান, জড়িতরা জামিনে বের হয়েছে শুনেছি। পরে ওসিকে কল দিয়ে কথা বলেছি। আমি চাই এটা নিয়ে আর কোন ঝামেলা না হোক, সবাই মিলে এর সমাধান করে দিন।
মিরসরাই থানার ইনচার্জ কবির হোসেন জানান, জড়িত চার জন আদালত থেকে জামিনে বের হয়েছে। আমাদের পক্ষ থেকে ভুক্তভোগীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা থাকবে সবসময়।
সিএস