28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২চেক প্রতারণা মামলায় কারাগারে উপজেলা চেয়ারম্যান

চেক প্রতারণা মামলায় কারাগারে উপজেলা চেয়ারম্যান

  নিজস্ব প্রতিবেদক

চেক প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হলো নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খানকে।

মঙ্গলবার দুপুরে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান। তিনি বলেন, গতকাল দুপুরে নওগাঁ শহরের কাঁচাবাজার এলাকা থেকে শামসুল আলমকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার মামলা করেন হাতেম আলী নামের এক ব্যক্তি। ওই মামলায় সাজা হয় শামসুল আলমের। এরপর পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। গতকাল তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বাদী হাতেম আলী বলেন, ‘শামসুল আলমের সঙ্গে আমার লেনদেন ছিল। পরে পাওনা টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেছিলাম। সেই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে শুনেছি।’

মামলার বাদী হাতেম আলী চেকে টাকার সংখ্যা জানাতে না চাইলেও একটি সূত্রে জানা গেছে, হাতেম আলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আট লাখ টাকা পান।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, ‘থানায় গ্রেফতার পরোয়ানা আসার পরপরই চেয়ারম্যান শামসুল আলমকে গ্রেফতারের চেষ্টা করেছে পুলিশ। তবে গ্রেফতার এড়াতে পলাতক থাকায় এত দিন গ্রেফতার করা যায়নি। গতকাল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এসইউ

সর্বশেষ