28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২নগরীর পূজামণ্ডপে কিশোরের মৃত্যু

নগরীর পূজামণ্ডপে কিশোরের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

নগরের আকবরশাহে একটি পূজামণ্ডপে সাজসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুব্রত দত্ত (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সুব্রত দত্ত একই এলাকার মহাজন বাড়ির কৃষ্ণ দত্তের ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লতিফপুর পাক্কার মাথা এলাকার একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, আকবরশাহ এলাকার পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট সুব্রতকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সিএস

সর্বশেষ