31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২ফেনীতে ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেফতার

ফেনীতে ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

ফেনীতে এক ভিক্ষুক নারীকে গণধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৭ সেপ্টেম্বর, রোববার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭’র জনসংযোগ কর্মকর্তা তাপস কর্মকার। আজ (রোববার) মো. রিদনকে নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন নলেরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব জানায়, নারী ভিক্ষুক চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ৪ সেপ্টেম্বর ভিকটিম কুমিল্লা জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে ভিক্ষা করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে আসলে মেহরাজের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মেহরাজ তাকে বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে এবিএম ব্রিক ফিল্ডের শ্রমিকদের শয়ন কক্ষে নিয়ে যায়। সেখানে কোনো কিছু বুঝে উঠার আগেই ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে মেহরাজ এবং তার ৭/৮ জন সহযোগী মিলে পর্যায়ক্রমে একাধিকবার জোরপূর্বক গণধর্ষণ করেন।

পরবর্তীতে ধর্ষণকারীরা ভিকটিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে রেখে পালিয়ে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতিত নারী ভিক্ষুককে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর নারী ভিক্ষুক বাদি হয়ে ৮ জন নামীয় ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

তাপস কর্মকার জানান, চাঞ্চল্যকর ভিক্ষুক গণধর্ষণের ঘটনায় মামলার পর র‌্যাব আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারি শুরু করে। এ ঘটনার মুলহোতা মো. মেহরাজ ও সালাউদ্দিনকে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দাগনভূইয়া থানাধীন ধীলপুর ও ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে তারা গ্রেফতার করা হয়। আজ রোববার গণধর্ষণ মামলার ৭ নং আসামি মো. রিদনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো.রিদনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এসইউ

সর্বশেষ