31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২হালিশহর থেকে গাঁজাসহ যুবক গ্রেফতার

হালিশহর থেকে গাঁজাসহ যুবক গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর নিশ্চিন্তাপাড়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ মো.সোহেল শেখ প্রকাশ দিল মোহাম্মদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ সেপ্টেম্বর, শুক্রবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল শেখ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার গাজীরঘাট এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে।

ওসি সঞ্জয় সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম হালিশহর নিশ্চিন্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সোহেল শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসইউ

সর্বশেষ