
নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সামরিক বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্যান্য পদবির অবসরপ্রাপ্ত ৩০ সদস্য।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলটির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য সচিব মেজর (অব.) মুহাম্মদ হানিফ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম রফিকুল হক রাজা, জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম ওলিউর রহমান খান।
এ সময় বক্তারা বলেন, সহিংসতা থেকে বের হয়ে এসে একটি সুষ্ঠুধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে বিএনএম। কোনো দলের ভাঙন সৃষ্টি কিংবা কারও প্ররোচনায় পড়ে এই দল গঠন করা হয়নি বলেও জানান তারা।
এসইউ