
নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় দুই মাস আগে হওয়া উপ-নির্বাচনের ১০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হোসাইন (৪৫) নামে এক যুবলীগ কর্মী খুনের ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা স্পিনা রানী প্রামাণিক। কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- হত্যা মামলার ১ নাম্বার আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে ৩ নং আসামি মোহাম্মদ রাহাত।
নিহতের স্বজনরা জানান, চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের ১০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে উভয়পক্ষ মামলাও করে থানায়। রোববার দুপুরে চট্টগ্রামে পাহাড়তলীর সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জসিমের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা হোসাইন। এ সময় ছুরিকাঘাতে আহত হন হোসাইনের ছেলে অমিতও।
স্থানীয়দের করা ভিডিওতে দেখা যায়, যুবলীগ কর্মী হোসাইনের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে জসিম নামের এক যুবকের। এক পর্যায়ে হোসাইনকে ছুরিকাঘাত করেন জসিম।
এ বিষয়ে পাহাড়তলী থানার এসআই মো. জসিম জানান, উপ-নির্বাচনে আর্থিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত এবং ভুক্তভোগীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে মো. হোসাইনকে দুপুরে হত্যা করা হয়। তদন্তের পর জানা যাবে ঘটনায় কারা জড়িত বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
গ্রেফতারের বিষয়ে বিস্তারিত রাত সাড়ে ১০ টায় জানানো হবে বলেও জানান সিএমপির জনসংযোগ কর্মকর্তা।
এসইউ