31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান না করতে সিএমপি’র অনুরোধ

সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান না করতে সিএমপি’র অনুরোধ

  নিজস্ব প্রতিবেদক

নগরীর ব্যস্ততম প্রবর্তক-ষোলশহর ২ নাম্বার গেইট সড়কে ড. মাহমুদ হাসান একাডেমি নামের প্রস্তাবিত একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু না করতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

৭ সেপ্টেম্বর সিএমপি’র উত্তর ট্রাফিক বিভাগের পাঠানো চিঠিটিতে সাক্ষর করেন উপপুলিশ কমিশনার জয়নাল আবেদীন।

চিঠিতে বলা হয়-নগরীর পাঁচলাইশ থানাধীন নাছিরাবাদ এলাকার ৪৮৭০ হোল্ডিং নাম্বারের ভবনটিতে ড. মাহমুদ হাসান একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ‍করার পরিকল্পনা করা হয়েছে। বর্ণিত ভবনটি নগরীর ব্যস্ততম বায়েজিদ বোস্তামি বাইলেইন মূল সড়কের পাশে অবস্থিত। এই সড়কের পাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে মূল সড়কের উপর প্রভাব পড়বে। এতে মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এই সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে প্রতিষ্ঠানে আগত ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দের ব্যবহৃত গাড়িসমূহ উক্ত সড়কের উপর পাকিং করবে। এতে মূল সড়কে যানজট ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনা সংঘটিত হবে। পর্যাপ্ত পাকিং ব্যবস্থা নিশ্চিত ও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের পাকিং ছাড়পত্র ব্যতিত এবং সিডিএসহ অন্যান্য সংস্থার আরোপিত বিধি বিধান যথাযত ভাবে প্রতিপালন না করে নগরীতে এরুপ গুরুত্বপূর্ণ সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সমীচীন নয়।

এমতাবস্থায় নগরীর ব্যস্ততম প্রবর্তক মোড়- ষোলশহর ২ নং গেইট মূল সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন না করতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো। অন্যতায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পাকিং ও সড়কে কোনরুপ প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসইউ

সর্বশেষ