31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

  ডেস্ক নিউজ

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে বাধা দিলে তাকে গুলি করা হয়।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটো এলাকার মিডল্যান্ডসে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ এ তথ্য জানান।

মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। ৭ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বলেন, নিজের বড় ভাইদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকায় থাকায় জীবিকার সন্ধানে ৮ বছর আগে সেখানে যান হারুন। ভাইদের সহযোগিতায় সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। গত ৮ বছরে দুই বার দেশে এসে ঘুরে গেছেন হারুন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় সেদেশী কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাতেরা হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হারুনের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। হারুনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।

এসইউ

সর্বশেষ