31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলিড ২কোটি টাকার নিশান পেট্রোল নিলামে দিলো মোংলা

কোটি টাকার নিশান পেট্রোল নিলামে দিলো মোংলা

  নিজস্ব প্রতিবেদক

৭ কোটি টাকার ব্রান্ড নিউ নিশান পেট্রোলসহ মোট ১৪০টি গাড়ির নিলামে বিক্রি করবে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ। অনলাইন ভিত্তিক ই-অকশনের মাধ্যমে আগামী ৫ জুলাই এসব গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে।

মোংলা বন্দরের শুল্ক স্টেশন মোংলা কাস্টমস কর্তৃপক্ষ চলতি বছরের দ্বিতীয় ই-অকশনে এসব গাড়ি নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে।

নিলামে ক্যাটালগ সূত্রে জানা যায়, নিলামে গাড়ি ক্রয়ে ইচ্ছুক বিডাররা ইতিমধ্যে ২১ ও ২২ জুন গাড়িগুলো সশরীরে দেখে নেওয়ার সুযোগ পেয়েছে। এছাড়া ই-অকশন প্রক্রিয়া নিলাম হওয়ায় গাড়ির ছবিও অনলাইনে দেখার সুযোগ পেয়েছেন বিডারগণ। তাদের পছন্দের গাড়ির জন্য নিলামে দর জমা দেওয়ার সুযোগ থাকছে ৪ জুলাই সকাল ৯টা থেকে ৫ জুলাই বিকাল ৪ টা পর্যন্ত। পরদিন ৫ জুলাই নিলাম অনুষ্ঠিত হবে।

সিএস

সর্বশেষ