28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদলিড ২ভ্যানের চাবি না পেয়ে চালককের গলায় ছুরি চালালো ছিনতাইকারী

ভ্যানের চাবি না পেয়ে চালককের গলায় ছুরি চালালো ছিনতাইকারী

  নিজস্ব প্রতিবেদক

ভ্যানে চড়ে নাটোরের তে-বাড়িয়া হাঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী আওয়াল। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে পথ গতিরোধ করে যাত্রীসহ ভ্যানচালক কুদ্দুস আলী ওরফে কালু (৩৫) কে জিম্মি করে। পরে দুজনের কাছ থেকে টাকা পয়সা ও ভ্যানের চাবি চান। যাত্রী আব্দুল আওয়াল সঙ্গে থাকা সব টাকা-পয়সা দিয়ে দিলেও কালু তার ভ্যানের চাবি না দিয়ে দূরে ছুড়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিনজন কালুর হাত-পা বাঁধার পর ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

২১ মে, রবিবার ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনি এই তথ্য জানিয়েছেন।

ভ্যানচালক কুদ্দুস আলী চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে। ঘটনার পর ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালকে (৫৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ছিনতাইকারীদের চাওয়া ভ্যানের চাবি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কালু নামে একজন ভ্যানচালককে গলা কেটে হত্যা করে ছিনতাইকারীরা। ঘটনার পর তারা পালিয়ে যায়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। লাশের পাশ থেকে হত্যার কাজে ব্যবহারিত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।ইতোমধ্যে সিআইডির ফরেসেনিক টিমকে খবর দেওয়া হয়েছে।

এসইউ/সিএস

সর্বশেষ