27.9 C
Chittagong
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
প্রচ্ছদখুলনাবঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে বিদেশি জাহাজ

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে বিদেশি জাহাজ

  নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রীর মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম,ভি উহুইউন এইচপোই।

গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ। খালাসের পর এসকল মালামাল নৌযানে করে নদীপথে নেওয়া হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি হতে সমুদয় মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন বলে জানা গেছে।

১৪ আগস্ট, সোমবার বেলা ১১টায় বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি। এরপর জাহাজটি থেকে দুপুরে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট ‘হক এন্ড সন্স লিমিটেড’র খুলনার অপারেশন ম্যানেজার মোঃ শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে এ জাহাজটি আজ সোমবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১হাজার ৭শ ১৭দশমিক ৫৫মেট্টিক টন ওজনের ১শ ৯৪ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুরের পালা থেকে জাহাজের এ পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।

সিএস

সর্বশেষ