22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদখাগড়াছড়িখাগড়াছড়িতে চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ

  ডেস্ক নিউজ

পর্যটকসহ সাধারণ যাত্রীদের সেবার মান বৃদ্ধির তাগিদে খাগড়াছড়ি জেলায় পেশাদার গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি এখন দেশের অন্যতম পর্যটন গন্তব্য। তাই দেশি-বিদেশি অনেক পর্যটক এই জেলায় আনন্দ উপভোগ করতে আসেন। তাই নিরাপদ যাতায়াতে সড়কে চালকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পরিবহন শ্রমিকদের পর্যটক ও যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করতে হবে। এতে জেলার সুনামের পাশাপাশি পরিবহন শ্রমিকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। এছাড়া পরিবহন শ্রমিকদের সড়ক পরিবহন আইন মানার পাশাপাশি সরকার পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহনের অনুরোধ জানান তিনি।

এসময় প্রশিক্ষণে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব ও খাগড়াছড়ি বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মো. কায়সার আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

এসইউ

সর্বশেষ