
খাগড়াছড়িতে বাংলাদেশ ব্যাংক ও এবি ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (SEIP) এর আওতায় কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
১২ সেপ্টেম্বর, শনিবার খাগড়াছড়ির হোটেল শহরের পর্যটন মোটেলে ১০০ ঘন্টার মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম পরিচালক জাহিদ ইকবাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, ,খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্প ও এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ খাগড়াছড়ি জেলার সম্ভবনাময়ী ২৭ জন তরুণ উদ্যোক্তা ।
এই কার্যক্রমের আওতায় এবি ব্যাংক ২৭ জন উদ্যোক্তাকে ১০০ ঘন্টার মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ পরিচালনা করবেন। নতুন ও উদীয়মান উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং তাঁদের ব্যবসা পরিচালনায় সহযোগিতা করতে এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণ সম্পর্কে প্রধান অতিথি বলেন, এসএমই প্রধান ব্যাংক হিসেবে এবি ব্যাংক সব সময় নতুন উদ্যোক্তাদের সহজ ঋণ নিশ্চিত করায় জোর দিয়ে থাকে। উদ্যোক্তারা যাতে কার্যকরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য আমরা প্রশিক্ষণেরও আয়োজন করে থাকি। এই প্রশিক্ষণ তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের প্রতি এবি ব্যাংকের প্রতিশ্রুতির প্রমাণ দেয়।
বক্তব্যে অন্যান্য অতিথিরা বলেন আমরা মনে করি, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ব্যবসাকে এগিয়ে নিতে ও প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের ব্যবসাবান্ধব কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেবে।
এই প্রশিক্ষণে অংশগ্রহন করে প্রশিক্ষানার্থী উদ্যোক্তারা বলেন, এই সময়োপযোগী প্রশিক্ষণ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই।
জাইসা