22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকআর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট ‘মিনি ট্রাম্প’

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট ‘মিনি ট্রাম্প’

  আন্তর্জাতিক ডেস্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি হিসেবে পরিচিত হাভিয়ের মিলেই জয়ী হয়েছেন। গতকাল রবিবার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে, এর মধ্যে মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে মিলেই এর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা সার্জিও মাসা। তিনি পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। জয় নিশ্চিত দেখে রাতেই বুয়েনস আইরেসে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন হাভিয়ের মিলেই। এতে তিনি বলেছেন, এ জয়ের মাধ্যমে ‘আর্জেন্টিনার পুনর্গঠনের’ সূচনা হলো। আর্জেন্টিনার এ নির্বাচন এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন মুদ্রাস্ফীতি বাড়ছে এবং জনগণ তীব্র অর্থনৈতিক সংকটে আছেন।

ভাষণে মিলেই বলেছেন, ‘আমরা এখন মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি।’

মিলেই এর জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘মিলেই আবারো আর্জেন্টিনাকে মহান করে তুলবেন।’

আর্জেন্টিনায় গত ২২ অক্টোবর প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয়সংখ্যক ভোট পেতে ব্যর্থ হন। ফলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়েছিলেন মাসা। তিনি ৩৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিলেন। মিলেই ৩০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

নিয়ম অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই মোট ভোটের ৪৫ শতাংশের বেশি পেতে হবে। বিজয়ীকে অবশ্যই দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর চেয়ে কমপক্ষে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হবে।

দ্বিতীয় দফার নির্বাচনে মাসা ও মিলেইর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল জরিপে। কিন্তু ভোটে মাসাকে খুব সহজেই হারিয়ে দিলেন মিলেই।

মিলেইকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে তুলনা করা হয়।

সর্বশেষ