
আন্তর্জতিক পর্যায়ে বেস্ট কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম।
গতকাল ১৭ সেপ্টেম্বর, রবিবার নিউজিল্যান্ড’র অকল্যান্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল উইমেন ইন পুলিশিং কনফারেন্সের ৬০তম সম্মেলনে তার হাতে এই আওয়ার্ড তুলে দেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উইমেন পুলিশের (IAWP) প্রেসিডেন্ট ডেবোরাহ ফ্রেডেল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার এন্ড্রো কোস্টা।
ইন্টারন্যাশনাল উইমেন ইন পুলিশিং কনফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উইমেন পুলিশ (IAWP) এবং অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ উইমেন অ্যান্ড পুলিশিং (ACWAP)-এর সম্মিলিত প্রশিক্ষণ সম্মেলন। বিশ্বের ৭০টি দেশের ৮শ নারী পুলিশ কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমসহ অংশ গ্রহণ করেন ৭ নারী পুলিশ কর্মকর্তা।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উইমেন পুলিশ (IAWP) এর প্রথম বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন হয় ১৯৫৬ সালে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সম্মিলিত প্রশিক্ষণ সম্মেলন চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
১৯৬৮ সাল থেকে IAWP বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন প্রতি বছর একটি ভিন্ন ভৌগলিক অবস্থানে সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সম্মেলনগুলি আন্তর্জাতিক নারী পুলিশ সংস্থা এবং অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য একটি বিশ্বব্যাপী, উচ্চ-মূল্যবান প্রথম-শ্রেণির প্রশিক্ষণ সম্মেলন।
এই প্রশিক্ষণ সম্মেলনের মাধ্যমে পুলিশ অফিসারদের কর্মজীবনের লক্ষ্য পূরণে এবং তাদের জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
সিএস