
তুরস্কের প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ২৩ মে, মঙ্গলবার টাইফুন নামের স্বল্প-পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়।
এর আগে ২০২২ সালের অক্টোবরে রকেটসান অন্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। যা ৫৬০ কিলোমিটার বা প্রায় ৩৪৮ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, তুরস্কের ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রকেটসান মঙ্গলবার দেশটির কৃষ্ণ সাগরীয় রিজ প্রদেশে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন সফলভাবে উৎক্ষেপণ করে।
খবরে বলা হয়েছে, তুরস্কের ডিফেন্স (প্রতিরক্ষা) প্রেসিডেন্সির প্রধান ইসমাইল ডেমির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পটির সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন।
টাইফুন এখন পর্যন্ত তুরস্কের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
সিএস