27.9 C
Chittagong
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
প্রচ্ছদবিনোদনকন্যা সন্তানের মা হলেন মৌসুমী

কন্যা সন্তানের মা হলেন মৌসুমী

  নিজস্ব প্রতিবেদক

মৌসুমীর সংসারে নতুন অতিথি এসেছে। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। রোববার (১০ মার্চ) সংবাদমাধ্যমে মা হওয়ার বিষয়টি নিজেই জানান মৌসুমী।

১২মার্চ মঙ্গলবার এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এরই মধ্যে ছেলে আর বাবা মিলে মেয়ের নাম ঠিক করে ফেলেছে। ওর ডাক নাম নীতিরি। কারণ অ্যাভাটার সিনেমার নীতিরি চরিত্র ওদের খুব পছন্দ।

অভিনেত্রী মৌসুমীর স্বামী অভিনেতা শোয়েব এই মুহূর্তে সংসারে নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতমবার পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তান হওয়ায় তার সংসার পূর্ণতা পেয়েছে বলে জানান অভিনেতা।

উল্লেখ্য, কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন মৌসুমী ও শোয়েব। তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে পূর্ণতা পায় ২০১০ সালে। বিয়ের ৫ বছর পর ২০১৫ সালে এক পুত্র সন্তানের জন্ম দেন মৌসুমী। দীর্ঘ ৯ বছর পর এবার কন্যা সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

সর্বশেষ